Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা হিসাব রক্ষণ অফিসের সিটিজেন চার্টার-

 

 

নিরীক্ষাধীন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতাদি বিল পাশ। বেতন নির্ধারন ও ছুটির হিসার সংরক্ষন।

নিরীক্ষাধীন অফিস সমূহের সেবা সরবরাহ, মেরামত ঠিকাদারীতে অন্যান্য বিল পাশ।

কর্মকর্তা কর্মচারীদের জি.পি. এফ অগ্রিম/চুড়ান্ত ও অন্যান্য ঋন ও অগ্রিমের দাবী পরিশোধ।

মন্ত্রনালয় ভিত্তিক প্রাপ্তি এবং অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটের বিপরীতে আয় ও ব্যায়ের হিসাব সংরক্ষন ও মাসিক হিসাব প্রনয়ন।

উপজেলার বিভিন্ন অফিসের সাথে ইউ.এ.ও অফিসের হিসাবের সংগতিসাধন।

উপজেলার পেনশন, বিধবা ভাতার বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি পরিশোধ আদেশ প্রদান।

সোনালী ব্যাংকের সাথে প্রাপ্তি ও পরিশোধের ব্যাংক রিকন সিলিয়েশন।

সরকারি কোষাগারে জমাকৃত অর্থের চালান যাচাই করন।

সিভিল অডিট আপত্তি নিস্পত্তির ব্যবস্থা গ্রহন।